কাবুলে জন্ম, সমাহিত কানাডায়

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বলিউডের প্রখ্যাত অভিনেতা ও লেখক কাদের খানকে আজ  জানাজা শেষে কানাডার টরন্টোতেই সমাহিত করা হল।

কাদের খানের ছেলে সরফরাজ খান জানান, শেষকৃত্যের সব কাজ কানাডাতেই। কারণ তার পুরো পরিবার কানাডায় থাকে। জানাজা শেষে তাকে কানাডার সময় অনুযায়ী দুপুর আড়াইটায় টরন্টোর মেডোভ্যাল সিমেট্রিতে সমাহিত করা হয়।

অনেক দিন ধরে প্রোগ্রেসিভ সুপ্রানিউক্লিয়ার পলসিতে (পিএসপি) ভুগেছিলেন কাদের খান। শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়ায় দ্রুত কানাডার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত বেশকিছু সমস্যাও ধরা পড়ে। ১ জানুয়ারি সোমবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কাদের খানের জন্ম আফগানিস্তানের রাজধানী কাবুলে। ১৯৭৩ সালে ‘দাগ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় কাদের খানের। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে ৩’শ ছবিতে অভিনয় করেছেন তিনি। সেই সঙ্গে পরিচালক, চিত্রনাট্যকারের ভূমিকাও পালন করেছেন। বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।

Print Friendly

Related Posts