বিশিষ্ট সমাজসেবক আবুল হোসেন মানবাধিকার কমিশনের নির্বাহী সদস্য

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবুল হোসেন ঢাকা মানবাধিকার কমিশনের নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। কমিশনের কার্যকরী চেয়ারম্যান  বিচারপতি কে এম ফজলুল হক চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত ২৭তম জাতীয় কমিটির সাধারণ সভায় তিনি নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

মোঃ আবুল হোসেন ১ জানুয়ারী ১৯৭১ সালে ঢাকা জেলার সাভারের হেমায়েতপুরস্হ জয়নাবাড়ীর বড়বাড়ীতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই সমাজ সেবায় প্রবল আগ্রহ থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেকে জড়িত রাখেন। তিনি বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ন সচিব এবং সাভার শাখার সভাপতি।  এছাড়াও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আবুল হোসেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা উত্তর জেলা কমিটির অন্যতম সহ-সভাপতি।  এই মানবাধিকার কর্মী ব্যক্তিজীবনে এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক।

তিনি মানবাধিকার নেতা দানবীর হাজী সাহাবুদ্দিনের স্থলাভিষিক্ত হলেন।

Print Friendly

Related Posts