ইনজুরিতে ওয়ার্নার আসছেন রয়

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আসরের শুরুতেই ইনজুরিগ্রস্থ স্টিভেন স্মিথকে হারায় এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। মাঝপথে এসে একই ভাগ্য বরণ করতে হলো ডেভিড ওয়ার্নারকেও। ওয়ার্নারের জায়গায় আরেক মারকুটে ব্যাটসম্যানকে দলে ভিড়িয়েছে সিলেট সিক্সার্স। তিনি হলেন ইংলিশ ক্রিকেটার জেসন রয়।

পরশু রংপুরের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় কনুইয়ে আঘাত পান ওয়ার্নার। মাঠেই তা টের পাওয়া গিয়েছিল। কিন্তু অজি তারকা সেভাবে তা প্রকাশ করেননি। ম্যাচ পরবর্তি সাক্ষাতকারে অবশ্য কনুইয়ে টেপ পেচিয়ে হাজির হন। এখন দেশে ফিরতে হবে তাকে। তবে সিলেট পর্বে দুটি ম্যাচ খেলে তারপর এবারের বিপিএলকে বিদায় বলবেন ওয়ার্নার।

ওয়ার্নার ঘাটতি পূরণের জন্য জেসন রয়কে দলে নিয়েছে সিলেট। টি-টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবে পরিচিত রয় এখন পর্যন্ত ৩২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ২৩.২১ গড়ে রান করেছেন ৭৪৩। রয়েছে চারটি অর্ধশতক। স্ট্রাইকরেট ১৪৫.১১। এর বাইরে দুনিয়াব্যাপি টি-টোয়েন্ট লিগে দেখা যায় তাকে। এখন পর্যন্ত ১৮৮ ম্যাচে ১৮৪ ইনিংসে ২৭.৫১ গড়ে করেছেন ৪৮১৫ রান। স্ট্রাইকরেট ১৪৬। ৩১টি অর্ধশতকের পাশাপাশি আছে ৪টি শতক। সর্বোচ্চ স্কোর অপরাজিত ১২২। আইপিএলে খেলেছেন দিল্লির হয়ে। খেলেছেন বিগ ব্যাশ আর পিসিএলেও।

আরও এক বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে সিলেট সিক্সার্স। এজন্য ইতোমধ্যে বাংলাদেশে পা রেখেছেন ওয়েন পার্নেল। মূলত দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ইমরান তাহিরের জায়গায় ড্রাফট থেকে তারা দলে ভিড়িয়েছেন আরেক প্রোটিয়া ক্রিকেটার ওয়েন পার্নেলকে। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে একদিনের সিরিজে অংশ নিতেই বিপিএল ছাড়তে হচ্ছে তাহিরকে। এবারের বিপিএলে একটি ম্যাচেও মাঠে নামা হয়নি এই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারের।

পাঁচ ম্যাচ খেলে দুইটি ফিফটি হাঁকিয়েছেন ওয়ার্নার। তার নেতৃত্বে এখন পর্যন্ত মোট দুইটি জয় পেয়েছে সিলেট সিক্সার্স। পয়েন্ট তালিকায় তাদের অবস্থান ছয় নম্বরে। আজ দুপুরের ম্যাচে সিলেটকে লড়তে হবে পয়েন্ট তালিকার শীর্ষ দল ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে। আজই একাদশে সুযোগ মিলতে পারে পারনেলের।

সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হবে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। ৫ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে অবস্থান করছে কুমিল্লা। অন্যদিকে প্রথম চার ম্যাচ হারের পর সিলেটে এসে জয়ের খোঁজ পাওয়া খুলনার অবস্থান তালিকার তলানীতে।

Print Friendly

Related Posts