এবার কাছাকাছি দিপিকা-কোহলি

বিডি মেট্রোনিউজ কিছুদিন আগেও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন বিরাট কোহলি। বলিউড সুন্দরী আর ভারতের ক্রিকেট সুপারস্টারের এই প্রেম অজানা ছিল না কারোরই। মিডিয়াগুলোর জন্য তা ছিল হট কেক। তবে আনুশকা-কোহলির সেই প্রেমে লেগেছে শনির দশা। হুট করেই ভেঙে গেছে তা।

তবে ক্রিকেট তারকা কোহলির বলিউড সংশ্লিষ্টতা তাতে করে থেমে নেই। এবার বলিউডের আরেক খ্যাতনামা অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বাঁধছেন কোহলি।

না, দীপিকার সঙ্গে প্রেমের বন্ধনে জড়াচ্ছেন না বিরাট কোহলি। এই দুজন জোট বাঁধছেন ভারতের একটি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে।

টিস্যুট ওয়াচ নামের ওই বহুজাতিক ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কোহলির যুক্ত হওয়ার খবরটি প্রথম জানিয়েছেন স্বয়ং দীপিকাই। টিস্যুট ওয়াচ ফ্যামিলিতে কোহলিকে স্বাগত জানিয়েছেন তিনি। এরপর কোহলিও নিজের অফিসিয়াল টুইটারে এই তথ্য নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email

Related Posts