ইউএপিতে যুব সমাজকে সহিংস চরমপন্থা দূরে রাখা শীর্ষক আলোচনা

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) বাংলাদেশের যুব সমাজেকে সহিংস চরমপন্থা দুরে রাখা শীর্ষক আলোচনা সভা গতকাল (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয় মিলনায়তকে অনুষ্ঠিত হয়েছে।

আলোচনাটি যৌথভাবে আয়োজন করে ইউএপি, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউট এবং আন্তর্জাতিক রিপাবলিকান ইন্সটিটিউট। এই আলোচনার প্রধান উদ্দেশ্য ছিল ছাত্র-ছাত্রীদের মাঝে সহিংস চরমপন্থার নেতিবাচক দিক সম্পর্কে সচেতনতা তৈরি করা ।

আলোচনায় আন্তর্জাতিক রিপাবলিকান ইন্সটিটিউটের বাংলাদেশের কর্মসূচী পরিচালক ড. জিওফ্রে ম্যাকডোনাল্ড এবং ইউএপির ট্রেজারার ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক ইশফাক ইলাহী চৌধুরী পেপার উপস্থাপন করেন।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক এসএসএম আলী আশরাফ, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান এবং বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের মহাপরিচালক মোহাম্মাদ হুমায়ুন কবির।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ইউএপির উপাচার্য জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী ও ট্রাস্টি বোর্ড সদস্য ইঞ্জিনিয়ার এম আবু তাহের ।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এই আলোচনা সভায় অংশগ্রহন করে এবং তাদের মুল্যবান মতামত উপন্থাপন করেন।

Print Friendly, PDF & Email

Related Posts