লা-লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা, ১০ম বার মেসির মাথায় মুকুট

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ চ্যাম্পিয়ন বার্সেলোনা৷ শনিবার লেভান্তের বিরুদ্ধে ঘরের মাঠে ১-০ জয় তুলে নিয়ে ২৬ বারের জন্য লা-লিগার খেতাব জিতল বার্সোলোনা৷ এই নিয়ে শেষ ১১ মরশুমে ৮ বার ঘরোয়া ট্রফি জয় বার্সার৷ শেষ মরশুমে লা-লিগা জয়ের পর এবার খেতাব ধরে রাখতে সক্ষম মেসি-সুয়ারেজরা৷

অন্যদিকে বার্সা জার্সিতে নজির গড়ে ফেললেন মেসি৷ এই নিয়ে মোটে ১০ বার লা-লিগা চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়লেন লিও৷ এর আগে বার্সার জার্সিতে সবচেয়ে বেশি ৯বার লা-লিগা জয়ের নজির ছিল ইনিয়েস্তার৷ তাঁকে পিছনে ফেলে শনিবার দশমবারের জন্য লা-লিগা চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পান লিও৷

ম্যাচের দ্বিতীয়ার্ধের পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নেমে ৬২ মিনিটে বার্সেলোনার হয়ে গোলমুখ খোলেন মেসি৷ শেষ পর্যন্ত সেই গোলেই ম্যাচ জয় কাতালান ক্লাবের৷ এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে ৩৫ ম্যাচ শেষে ৭৪ পয়েন্ট থেকে দু’ নম্বরে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে বার্সার পয়েন্ট পার্থক্য দাঁড়াল ৯ ৷

fcb

শেষ ৩ ম্যাচে জিতলেও বার্সাকে(৮৩ পয়েন্ট) টপকাতে পারবে না মাদ্রিদের ক্লাব৷ সেক্ষেত্রে সমসংখ্যাক পয়েন্টে পৌঁছলেও মুখোমুখি লড়াইয়ে অ্যাটলেটিকোর চেয়ে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হত বার্সা৷ লিগের ৩ ম্যাচ বাকি থাকতেই দু’নম্বরে থাকা অ্যাটলেটিকোর চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে থেকে স্প্যানিশ লিগ জিতে খেতাব ধরে রাখলে মেসিরা৷

বুধবার ২ মে রাতে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে লিভারপুলের বিরুদ্ধে মাঠে নামবে বার্সা৷ সেকরাণে এদিন ম্যাচের প্রধামার্ধে মেসিকে বিশ্রাম দিয়েছিলেন কোচ৷ দ্বিতীয়ার্ধে গোলমুখ খুলতে অবশ্য মেসিকে ত্রাতা রুপে মাঠে নামাতে বাধ্য হন ভালভার্দে৷ লিও’র গোলেই ঘরোয়া লিগে চ্যাম্পিয়নের মুকুট মাথায় তুলল স্প্যানিশ জায়েন্টরা৷

Print Friendly

Related Posts