এলএম টেনের সেঞ্চুরি

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ একই দিনে একাধিক মাইলস্টোন স্থাপণ করলেন লিওনেল মেসি৷ ন্যু ক্যাম্পে লিভারপুলের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগের সেমিফাইনালে জোড়া গোল করেন মেসি৷ ফ্রি-কিক থেকে তাঁর দ্বিতীয় গোলটি ছিল মাইলস্টোন সূচক৷ বার্সেলোনার জার্সিতে এটি মেসির ৬০০তম গোল৷ তবে এমন নজির গড়ার আগেই অন্য একটি মাইলস্টোনও ছুঁয়ে ফেলেন এলএম টেন৷ বার্সেলোনার ক্যাপ্টেন হিসাবে আর্জেন্তাইন তারকার এটি শততম ম্যাচ৷

ছ’বছর আগে প্রথমবার ক্যাপ্টেনের আর্ম ব্যান্ড মেসির হাতে উঠেছিল৷ ৩০ মার্চ ২০১৩ সেল্টার বিরুদ্ধে বার্সেলোনার ক্যাপ্টেন হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন লিও টেন৷ সেই ম্যাচের ৭২ মিনিটে গোল করেছিলেন তিনি৷ তবে গোল করার মুহূর্তে ক্যাপ্টেন ছিলেন না মেসি৷

messi-1+

আসলে মেসি সেই ম্যাচে নেতৃত্ব পেয়েছিলেন কারণ, নিয়মিত ক্যাপ্টেন পুওল, হার্নান্ডেজ, ভালদেজ ও ইনিয়েস্তার কেউই প্রথম একাদশে ছিলেন না৷ ৬৪ মিনিটে পরিবর্ত হিসাবে মাঠে নামা ইনিয়েস্তাকে ক্যাপ্টেনের আর্ম ব্যান্ড তুলে দিয়েছিলেন মেসি৷

অবশ্য অফিসিয়াল ক্যাপ্টেন্সি হাতে পাওয়ার আগে ২০০৮ সালে ২৭ জুলাই ডান্ডি ইউনাইটেডের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে বার্সেলোনাকে নেতৃত্ব দিয়েছিলেন মেসি৷ সেই ম্যাচে তিনি হ্যাটট্রিক করেন৷ বার্সা ৫-১ গোলে ম্যাচ জেতে৷

২০১২-১৩ মরশুমে সরকারিভাবে ১টি ম্যাচে বার্সাকে নেতৃত্ব দেন মেসি৷ ২০১৪-১৫ মরশুমে ৬টি ম্যাচে বার্সার ক্যাপ্টেন্সি করেছেন তিনি৷ ২০১৫-১৬ মরশুমে ১৪টি, ২০১৬-১৭ মরশুমে ২৬টি, ২০১৭-১৮ মরশুেম ১৪টি এবং চলতি মরশুমে ৩৯টি ম্যাচে বার্সার ক্যাপ্টেনস আর্ম ব্যান্ড ছিল মেসির হাতে৷

Print Friendly

Related Posts