ইয়াঙ্গুনে অবতরণকালে দুর্ঘটনায় বাংলাদেশের ফ্লাইট

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ইয়াঙ্গুনে বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনায় পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। দুর্ঘটনা কবলিত বিমানটি দুমনে মুছড়ে গেছে। বিমানের মাঝ বরাবর ফাটল ধরেছে।

গতকাল সন্ধ্যা ৬টা ২২ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্ধর থেকে ইয়াঙ্গুনগামী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। বাংলাদেশ বিমানের ফ্লাইট নম্বর বিজি ০৬০ বিমানটির পাইলটসহ ৩৩ যাত্রী আহত হলেও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

333

খারাপ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী জানিয়েছেন। দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে তিনি বলেন, পাইলটসহ প্রায় সব যাত্রীই কমবেশি আহত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর বিমানটি বিধ্বস্ত হলেও এতে আগুন ধরেনি। ফলে যাত্রীরা নিরপদে নেমে আসতে পেরেছেন।

বিমানবন্দর সূত্র থেকে পাওয়া ছবিতে দেখা যায় রানওয়ের পাশে ঘাসে আছড়ে পড়া বিমানটির সামনের অংশ ভেঙ্গে গেছে। দুর্ঘটনা কবলিত বিমানটি ড্যাশ-৮ মডেলের।

Print Friendly

Related Posts