বিডি মেট্রোনিউজ ডেস্ক॥ দুর্দম্য গতিতে এগিয়ে চলা বার্সেলোনার সবশেষ হারটি ছিল সেভিয়ার বিপক্ষে। মাঝারি সারির দলটির বিপক্ষে লিগের ফিরতি পর্বের ম্যাচটি লিওনেল মেসিদের জন্য তাই প্রতিশোধের উপলক্ষও। কাম্প নউতে আগামী রোববার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দেড়টায়।
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৩ ম্যাচ অপরাজিত বার্সেলোনা সবশেষ হেরেছিল গত ৩ অক্টোবর। সেভিয়ার মাঠ থেকে ২-১ গোলে হেরে আসার পর থেকেই অদম্য লুইস এনরিকের দল। গত ৩৩ ম্যাচে প্রতিপক্ষের জালে ১০০ গোল করেছে বার্সেলোনা; আর খেয়েছে মাত্র ১৮ গোল।
সব বিবেচনা করে সেভিয়ার মিডফিল্ডার ভিসেন্তে ইবোররা বলেন, “আমরা সবাই জানি, তারা কতটা ভালো দল। শুধু আক্রমণেই নয়, রক্ষণেও ভালো তারা। নিখুঁত একটি ম্যাচ খেলতে এবং রক্ষণে ভালো করার পাশাপাশি সুযোগগুলো কাজে লাগাতে আমাদের পরিশ্রম করতে হবে।”