বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ লোকসভা নির্বাচনে জয়ের পর দেয়া ভাষণে নরেন্দ্র মোদি বলেছেন, শরীরের প্রতিটি কোষ জাতির জন্য উৎসর্গ করবো। টানা দ্বিতীয়বারের প্রধানমন্ত্রী হতে যাওয়া নরেন্দ্র মোদি আরো বলেন: গণতন্ত্রের বিজয় হয়েছে; এই জয় আগামী প্রজন্মকে প্রেরণা যোগাবে।
বৃহস্পতিবার ভারতের লোকসভা নির্বাচনে ভূমিধস জয়ের পর এক ভাষণে একথা বলেন তিনি।
নরেন্দ্র মোদি তার ভাষণে ভারতের জনসাধারণকে অভিনন্দন জানিয়ে তিনটি প্রতিজ্ঞা করেন। প্রথমত, তিনি খারাপ উদ্দেশ্য নিয়ে কিছু করবেন না। দ্বিতীয়ত, তিনি তার নিজের ভাগ্য পরিবর্তনের জন্য কিছুই করবেন না। তৃতীয়ত, প্রত্যেক গরিবকে তার শরীরের একেকটি সেল বা কোষ হিসেবে বিবেচনা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কাজ করে যাবেন।
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ভারতের ৭ ধাপের ম্যারাথন জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন ক্ষমতাসীন নরেদ্র মোদি’র সরকার।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, লোকসভার সর্বশেষ গণনার ফল অনুসারে, ৫৪২টি আসনের মধ্যে বিজেপি ও জোট (এনডিএ) ৩৫০টি পেয়ে নিরঙ্কুশ বিজয়ী হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, সর্বশেষ গণনার ফল অনুসারে, গণনার অধীনে কংগ্রেস ও জোট (ইউপিএ) পেয়েছে ৯৩টি এবং জোটবিহীন দলগুলো পেয়েছে ১০৪টি আসন।
মোট আসন ৫৪৩টি হলেও অর্থের বিনিময়ে ভোট কেনার চেষ্টার ঘটনায় ভেলোরের ভোটগ্রহণ বাতিল করা হয়।
বৃহস্পতিবার সকাল ৮টায় প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে ভোটগণনা শুরু হয়।