বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে। সাবেক প্রেমিকা রোকিও অলিভিয়ার করা ৯ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলায় গ্রেপ্তার করা হয় তাকে।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, মেক্সিকো থেকে নিজ দেশে অস্ত্রোপচারের জন্য ফিরেছিলেন ম্যারাডোনা। এসময় বিমানবন্দর থেকেই গ্রেপ্তার হন ১৯৮৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক।
ছয় বছর প্রেম করার পর গত ডিসেম্বরে রোকিওর সঙ্গে সম্পর্কচ্ছেদ করেন ম্যারাডোনা। সম্পর্ক ভেঙে যাওয়ার পর ক্ষতিপূরণ হিসেবে স্যান মিগেল পারিবারিক আদালতে ৯ মিলিয়ন ডলার দাবী করেন রোকিও।
মামলায় ১৩ জুন ম্যারাডোনাকে হাজির থাকার আদেশ দিয়েছেন আদালত। তবে সশরীরে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমেও হাজিরা দিতে পারবেন তিনি।
মেক্সিকোর দ্বিতীয় সারির ক্লাব ডেরাডোস দে সিনালোয়ার কোচিংয়ের দায়িত্বে আছেন ম্যারাডোনা। সম্প্রতি কাঁধের চোট বেড়ে যাওয়ায় অস্ত্রোপচারের জন্য দেশে ফিরেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি।