ড্যাফোডিল ইউনিভার্সিটি’র একাডেমিক কাউন্সিলের প্রথম ই-মিটিং

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের ২৩ তম সভা এবং প্রথম ই-মিটিং ১০ জুন বিশ্ববিদ্যালয়ের ব্যাংকুয়েট হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ এম ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রতিনিয়ত পরিবর্তনশীল প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে অভ্যস্ত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রথম এবং একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে বাংলাদেশে ই-মিটিং পদ্ধতি চালু করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ এম ইসলামের বিশেষ আমন্ত্রনে একাডেমিক কাউন্সিলের সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক প্রতিবেদন এবং বিভিন্ন অনুষদের ডীনগণ তাদের নিজ নিজ অনুষদের প্রতিবেদন তুলে ধরেন। রেজিষ্টার প্রফেসর ডঃ প্রকৌশলী এ কে এম ফজলুল হক সভায় আনুষঙ্গিক তথ্যসমূহ সরবরাহ করেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ডঃ এস এম মাহাবুব উল হক মজুমদার, ট্রেজারার হামিদুল হক খান, একাডেমিক কাউন্সিলের সদস্য ও পাবলিক সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক শরীফ এনামুল কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম মফিজুর রহমান, ইন্সটিটিউট অব চার্টাড একাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএবি)’র প্রাক্তন সভাপতি শওকত হোসেন, এফসিএ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এলাইড হেলথ সাইন্সেস অনুষদের ডীন প্রফেসর ডঃ আহমদ ইসমাইল মোস্তফা, প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ডঃ এম সামছুল আলম, বাণিজ্য অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের  ডীন প্রফেসর এ এম এম হামিদুর রহমান,  ট্রাষ্টি বোর্ডের সদস্য ও পরিচালক (প্রশাসন) মোহাম্মদ ইমরান হোসেন, বিভাগীয় প্রধানগণ, ইন্সটিটিউট প্রধানগণ, বোর্ড অব ট্রাস্ট্রিজ এর প্রতিনিধি, সিন্ডিকেট মনোনীত প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ক্রমাগত সাফল্যের ধারাবাহিকতার ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতে এ ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগীতা কামনা করেন।

তথ্যসূত্র: মো: আনোয়ার হাবিব কাজল  ঊর্ধ্বতন সহকারি পরিচালক (জনসংযোগ), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

Print Friendly, PDF & Email

Related Posts