বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ব্যাট হাতে আজও ঝড় তুলল অস্ট্রেলিয়ান ওপেনার। বিশ্বকাপে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিলেন অ্যারন ফিঞ্চ, ফিফটি নিয়ে তাকে যোগ্য সঙ্গ দিলেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ডেভিড ওয়ার্নার। মাঝে স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারির ছোট্ট ঝড়ে ২৮৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে অস্ট্রেলিয়া।
জেসন বেহেনডর্ফ, মিচেল স্টার্কদের গতির তোপ দাগানো বোলিংয়ে সেই রান তাড়ায় শুরু থেকেই ঝুঝতে থাকা ইংল্যান্ড টেনেটুনে পেরুতে পারলো কেবল দু’শো। তাও আবার মিডল অর্ডারে বেন স্টোকসের ৮৯ রানের হার না মানা ইনিংসের কল্যানে। তাতে ব্যবধান কমলেও হার এড়াতে পারেনি স্বাগতিকরা।
শুরু থেকে ধুঁকতে থাকা ইংল্যান্ড ম্যাচে ফিরতে পারেনি একটি বারের জন্যও। আসরের অন্যতম ফেভারিটদের ৬৪ রানে হারিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৮৫/৭ (ফিঞ্চ ১০০, ওয়ার্নার ৫৩, খাওয়াজা ২৩, স্মিথ ৩৮, ম্যাক্সওয়েল ১২, স্টয়নিস ৮, কেয়ারি ৩৮*, কামিন্স ১, স্টার্ক ৪*; ওকস ১০-০-৪৬-২, আর্চার ৯-০-৫৬-১, উড ৯-০-৫৯-১, স্টোকস ৬-০-২৯-১, মইন ৬-০-৪২-১, রশিদ ১০-০-৪৯-০)।
ইংল্যান্ড: ৪৪.৪ ওভারে ২২১ (ভিন্স ০, বেয়ারস্টো ২৭, রুট ৮, মর্গ্যান ৪, স্টোকস ৮৯, বাটলার ২৫, ওকস ২৬, মইন ৬, রশিদ ২৫, আর্চার ১, উড ১*; বেহরেনডর্ফ ১০-০-৪৪-৫, স্টার্ক ৮.৪-১-৪৩-৪, কামিন্স ৮-১-৪১-০, লায়ন ৯-০-৪৩-০, স্টয়নিস ৭-০-২৯-১, ম্যাক্সওয়েল ২-০১৫-০)।
ফল: অস্ট্রেলিয়া ৬৪ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: অ্যারন ফিঞ্চ।