বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ দেশজুড়ে রবির উচ্চগতিসম্মপন্ন ৪.৫জি নেটওয়ার্ক এবং স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ ১০.১-এর আকর্ষণীয় রেজ্যুলেশন-সম্পন্ন স্ক্রিনের সমন্বয়ে এখন থেকে আরো প্রাণবন্ত ডিজিটাল অভিজ্ঞতা নেয়ার সুযোগ পাবেন গ্রাহকরা।
২৭ হাজার ৯৯০ টাকা মূল্যের স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ ১০.১, রবি ও এয়ারটেল গ্রাহকদের জন্য নিয়ে এল ১০ জিবি ইন্টারনেট। ১০জিবি ডেটার মধ্যে ৫জিবি ৪.৫ জি নেটওয়ার্কে এবং বাকী ৫জিবি দেশের বৃহত্তম অনলাইন স্কুল রবি-টেন মিনিট স্কুল, ইউটিউব, কিডস স্টেশন এবং ফ্রি সাবস্ক্রিপশনসহ ডিজিটাল মিউজিকের সমৃদ্ধ লাইব্রেরি- স্প্ল্যাশ উপভোগ করতে ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ ১০.১-এ রয়েছে ১০ দশমিক ১ ইঞ্চি ডিসপ্লে, ২জিবি র্যাম, ৩২জিবি রম, ৬ হাজার ১৫০ অ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৮ এমপি রিয়ার ও ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা। ট্যাবটির অন্যতম ফিচার হচ্ছে প্রিমিয়াম মেটাল ইউনিবডি ডিজাইন, কিডস হোম এবং ডলবি এনহ্যান্সড ডুয়াল স্পিকারের থ্রিডি সাউন্ড।
রবি ও এয়ারটেলের প্রি-পেইড গ্রাহকরা এই অফারটি উপভোগ করতে পারবেন।