বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ রসায়ন, পদার্থ বিদ্যা, সাহিত্যর পরে এবারে নোবেল এল শান্তি তে। এটি হল পঞ্চম এবং সর্বশেষ ক্যাটাগরি নোবেলের। নোবেল শান্তি পুরস্কার পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। ইউথপিয়া এবং আফ্রিকার উত্তর ও পূর্বাংশে শান্তি ও সৌভাতৃত্ব স্থাপনের কারণে তিনি এবারে নোবেল পেলেন।
এছাড়াও শান্তি স্থাপনের লক্ষ্যে একাধিক কাজ করেছেন তিনি। আর সেই কারণেই এবার নোবেল শান্তি পুরস্কার তুলে দেওয়া হচ্ছে আবি আহমেদ আলির হাতে।
শুক্রবার নরওয়ের স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি এবারের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করে।
গত বছর ইরিত্রিয়ার সঙ্গে একটি শান্তি চুক্তিতে সম্মত হয় ইথিওপিয়া। এতে ১৯৯৮-২০০০ সালের সীমান্ত যুদ্ধের পর গত ২০ বচরের অচলাবস্থার নিরসন হয়েছে। ওই যুদ্ধে ৭০ হাজারের বেশি লোক নিহত হয়েছেন।
নোবেল পুরস্কারের ওয়েবসাইটে দেয়া তথ্যমতে, এ বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ৩০১টি মনোনয়ন জমা পড়েছিল। এর মধ্যে ২২৩ জন ব্যক্তি ও বাকি ৭৮টি প্রতিষ্ঠান।