বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ করোনাভাইরাসের প্রকোপে মৃত্যুপুরী চীন৷ ক্রমে মৃতের সংখ্যা বাড়ছে৷ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে।
চীনা স্বাস্থ্যবিভাগ মঙ্গলবার জানিয়েছে, প্রায় ৬ হাজার মানুষের শরীরে এই ভাইরাস সংক্রমিত হয়েছে। চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস ঘিরে ক্রমেই বাড়ছে আতঙ্ক।
করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন দেশের গবেষকরা। এখনও কোনও সুখবর দিতে না পারলেও মার্কিন চিকিৎসাবিজ্ঞানী কার্লা সেশেল দ্রুত এই রোগের ভ্যাক্সিন তৈরির ব্যাপারে আশাবাদী। তবে চীন সরকারও জানায় তাদের বিশেষজ্ঞরাও আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন৷
বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে উঠছে একাধিক শহরে থাকা বিদেশিদের অভিযোগ, সেখানে পড়তে যাওয়া বিভিন্ন দেশের পড়ুয়ারা বলছেন– করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে যে সব খবর প্রকাশিত হচ্ছে, তার চেয়ে অনেক ভয়াবহ অবস্থা চীনের। মৃতের সংখ্যাও বহুগুণ। আসল পরিস্থিতি চেপে যাওয়া হচ্ছে৷
চীনের হুবেই প্রদেশের স্বাস্থ্য বিভাগ জানাচ্ছে মহামারী আকারে ছড়িয়ে পড়া এই ভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে অন্তত পাঁচ হাজার ৯৭৪ জন।
নেপাল সংলগ্ন ভারতের বিভিন্ন রাজ্যেও এই ভাইরাস ছড়ানোর সম্ভাবনা প্রবল৷ অন্তত দুই শতাধিক ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আতঙ্ক দেখা দিয়েছে বাংলাদেশেও। চীনের বাস্তব অবস্থা নিয়ে সরব পডুয়াদের অনেকেই বাংলাদেশি৷ তারা বিভিন্ন সোশ্যাল সাইটে বলেছেন, উহান শহরের পরিস্থিতি৷ প্রায় নজরবন্দি অবস্থার কথা৷