বিডি মেট্রোনিউজ ॥ কবি সাহিত্যিকদের মেলা বসেছিল আজ (২০ মার্চ) চ্যানেল আইয়ের স্টুডিওতে। উপলক্ষ ছিল এসিআই ফান কেক আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার ২০১৬ প্রদান অনুষ্ঠান।
বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলায় প্রকাশিত শিশুসাহিত্যের ওপর সেরা বই থেকে প্রথমবারের মতো এই পুরস্কার ২০১৬ প্রদান করা হয়।
এবার গল্প ও উপন্যাস শাখায় ‘বাঘ ও ব্যাঙের গল্পের’ জন্য আলী ইমাম এবং ‘গুড্ডু বুড়ার হাসির কাণ্ড গুড্ডু বুড়ার দারুণ কীর্তি’ বইয়ের জন্য আনিসুল হক। ছড়া শাখায় ‘মা করেছে বারণ’ বইয়ের জন্য পলাশ মাহবুব এবং ‘দশে দশে একশ ছড়া’ বইয়ের জন্য মামুন সারওয়ার পুরস্কার পেয়েছেন।
আনন্দমুখর এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান ও এসিআই কনজুমার ব্র্যান্ডস বিজনেস ডিরেক্টর অনুপ কুমার সাহা।
পুরস্কারের মূল্যমান প্রতিটি ১০ হাজার টাকা ও একটি ক্রেস্ট।
দিলরুবা সাথীর উপস্থাপনায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই।
তথ্যসূত্র : রেজানুর রহমান