বদরুজ্জামান জামান, প্যারিস থেকে : ফ্রান্স সরকার কর্তৃক ঘোষিত করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বিস্তার রোধের অন্যতম করণীয় হিসাবে সকল প্রকার গণজমায়েত নিরুৎসাহিত করা হচ্ছে। সে কারণে যুব ইউনিয়ন ফ্রান্স, শাখা কর্তৃক অমর একুশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১লা মার্চ রবিবার পূর্ব ঘোষিত প্যারিসের বইমেলা স্হগিত করা হয়েছে ।
গতকাল শুক্রবার সন্ধ্যায় প্যারিসের একটি রেস্টুরেন্টে যুব ইউনিয়ন ফ্রান্স শাখার জরুরী সভা অনুষ্ঠিত হয়। করোনা ভাইরাস জনিত ফ্রান্সের বর্তমান পরিস্থিতির বিভিন্ন দিক পর্যালোচনা করে বইমেলা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন যুব ইউনিয়ন, ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক ফাহাদ রিপন ।
অনিচ্ছাকৃত অপারগতায় যুব ইউনিয়ন ফ্রান্স শাখার নেতৃবৃন্দ আন্তরিকভাবে ভাবে দুঃখ প্রকাশ করেছেন।
উল্লেখ্য যে, ফ্রান্সের রাজধানী প্যারিসে- ‘শিক্ষা-সংস্কৃতি-ভাষার মর্যাদা রক্ষায় একুশের চেতনায় জেগে ওঠো বিশ্ব তারুণ্য’ স্লোগানে বাংলাদেশ যুব ইউনিয়ন ফ্রান্স শাখা প্রতি বছর বইমেলার আয়োজন করে।