অদৃশ্য শক্তির আবহে

বদরুজ্জামান জামান
.

অদৃশ্য এক শক্তির আবহে দিশেহারা জল, স্থল, আকাশ সব,
দেশের পর দেশ, যেন আবদ্ধ ঘরে মৃত্যুর প্রতীক্ষা
কিংবা অনিশ্চিত সমাপ্ত বন্দিত্বের সূচনা।
অথচ আমরা মাত্র সপ্তাহান্তে পৌঁছলাম।

 

পৃথিবীর সমস্ত কোলাহল ধুয়ে মুছে
ভীত সন্ত্রস্ত স্বেচ্ছায় বন্দি জীবন এখন।
যেন আমরা পৃথিবীর কেউ নই,
অথচ প্রতিনিয়ত আমরা পৃথিবীকে সাজিয়েছি-
সম্পদ, শৌর্যবীর্যের প্রবল প্রতাপ আর দম্ভে।

 

মহাপরাক্রম শক্তির এক অনুমাত্র ‘করোনা’।
যার স্পর্শভীতিতে কত অসহায় গোটা পৃথিবী ।
একদিন চিরসত্য মৃত্যুর আলিঙ্গনে অনন্তজীবন সূচনা হবে।
তাই অনন্ত সুখ প্রত্যাশায় কাটুক এই বন্দিজীবন ।

Print Friendly, PDF & Email

Related Posts