মরুভূমিতে যখন ঝড় হয়
বালুর ভেতরে মুখ দিয়ে পড়ে থাকে উট
তেমনই পড়ে আছি
সবার কাছাকাছি
তবু যেন আছি আমি যোজন যোজন দূরে
আমার চারপাশে বেড়ায় উড়ে
অচেনা রাজ্যের ভূত।
মন্ত্র জানা নাই, সে মন্ত্র জানা নাই
যে মন্ত্রে বন্দীশালার দেয়ালটি সরাই।
চার দেয়ালের মাঝে, জীবন নিয়েও
মৃতের মতো যাচ্ছে যে সময়
তা কতোটা দীর্ঘ হবে, কবে যাবো খোলা মাঠে?
কবে হাতে হাত মেলাবো,
কবে বুকে জড়িয়ে নেব- আমার সকল ভালবাসার
বন্ধু হিরন্ময়? বুক জুড়ে আজ শুধুই হাহাকার..
মনে পড়ছে আজ কতো যে কথা-
আমার ভেতর আমিই সরব
যেদিক তাকাই সে দিকেই শুধু নিরবতা।