করোনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এর দ্বিতীয় কবিতা

‘কোভিড ১৯’

 

বস্তাপচা ময়লায় ঢেকে গেছে পৃথিবীটা
মানুষ, মানুষ থেকে দূরে।
ছোঁয়া যাবে না স্নেহের পরশকে।
কালও যা ছিল
হাতের ছোঁয়ার আশীর্বাদ,
আজ তা পরশমণির
স্পর্শ থেকে বাদ।
এ কি ভয়ার্ত বেশ…
সারা বিশ্ব এক থেকে অন্যে–
সন্দিহান অবকাশের নিশিরাত্রি

মাত্র দু’মাসে পৃথিবীর
হাওয়া বদল!
দেখা হল কথা হল না।
মনটায় মেঘের ছায়া।
চুলগুলো উদভ্রান্ত।
কারো সাথে দেখা হল–
কথা হচ্ছে না। সারা পৃথিবীটা– বদলে গেল।
বদলে গেল মানসিকতা–
সবাই দূরে দূরে
দূরের দূরত্বটাই আজ সবচেয়ে বেশি ভরসার।
সারা বিশ্ব আজ বিশ্ব পন্ডিত!
কিন্তু পারল না
একটা ভাইরাস দমন করতে?
হার মানল সারা বিশ্ব?
সবার মুখ দেখা
সবার জন্য বন্ধ
সব গবেষণাকে
জব্দ করলো
একটা মাত্র শব্দ
করোনা, কোভিড ১৯।

………………………………………………………………………………………………

করোনা আতঙ্ক নিয়ে ফের কলম ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেল তাঁর নতুন কবিতা ‘কোভিড ১৯’। করোনা সঙ্কট নিয়ে এটা দ্বিতীয় কবিতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। সংক্রমণের কবলে পড়ার আশঙ্কায় মানুষ যে মানুষের স্পর্শকেই সবচেয়ে বেশি ভয় পাচ্ছে এখন— সে কথাই কবিতায় তুলে ধরেছেন তৃণমূলের চেয়ারপার্সন।

করোনা নিয়ে এটা তাঁর দ্বিতীয় কবিতা। প্রথমটার নাম ছিল ‘করোনা’। ১৯ মার্চ ফেসবুকে কবিতাটি পোস্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১১ দিনে ওই পোস্টে রিঅ্যাকশনের সংখ্যা ৮ হাজার ৯০০-র কিছু বেশি। আর সোমবার ‘কোভিড ১৯’ নামে যে কবিতাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজে পোস্ট হয়েছে, তাতে ঘণ্টা দুয়েকের মধ্যেই রিঅ্যাকশন সাড়ে ৮ হাজার ছাড়িয়ে গিয়েছে। ৭০০-র কাছাকাছি কমেন্টও পড়েছে সেই ফেসবুক পোস্টের নীচে।

করোনা নিয়ে মমতার প্রথম কবিতা

Print Friendly, PDF & Email

Related Posts