সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ মারা গেছেন

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ পাবনার সংসদ সদস্য সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জাতীয় সংসদে পাঁচবার আটঘরিয়া-ঈশ্বরদীর (পাবনা-৪) মানুষের প্রতিনিধিত্ব করা এই রাজনীতিবিদ আমৃত্যু পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

শামসুর রহমান শরীফের ছেলে গালিবুর রহমান শরীফ জানান, ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর রাত পৌনে ৪টার তার বাবার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

একাত্তরের মুক্তিযোদ্ধা প্রবীণ এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইউনাইটেড হাসপাতালের যোগাযোগ ও ব্যবসা উন্নয়ন শাখার প্রধান ডা. সাগুফা আনোয়ার জানান, গত ১১ মার্চ থেকে এ হাসপাতালে ভর্তি ছিলেন সাংসদ শামসুর রহমান শরীফ। বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি ভুগছিলেন। শামসুর রহমান ডিলু স্ত্রী, চার ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন।

বৃহস্পতিবার পাবনা-৪ আসনের সংসদ সদস্য ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর দাফন সম্পন্ন হয়েছে।  বাদ আছর তার মরদেহ পৈতৃক নিবাস ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নে নেওয়া হয়। এরপর লক্ষ্মীকুন্ডা নিজ গ্রামের বাড়ির সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় জানাজা শেষে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।

বিকেল ৪টায় ঈশ্বরদী পৌর এলাকার আলীবর্দি সড়কে লাশবহনকারী অ্যাম্বুলেন্সটি নিজ বাড়ির আঙিনায় আসে। বিকাল সাড়ে ৪টায় বর্ষীয়ান ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফের মরদেহ পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার (রাষ্ট্রীয় সম্মান) প্রদান করে।

এসময় উপস্থিত ছিলেন- পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ, জেলা প্রশাসক রেজাউর রহিম লাল, পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হান, ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী, পাবনা জেলাসহ বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও ঈশ্বরদী-আটঘরিয়া উপজেলা- ইউনিয়ন আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পাবনা সদরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

পাবনা জেলা আওয়ামী লীগ সভাপতি, শামসুর রহমান শরীফ ডিলুর মরদেহে পাবনা জেলা প্রশাসন ও ঈশ্বরদী উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পণ করেন।

Print Friendly

Related Posts