শিউল মনজুর ॥ সিলেটের সুপরিচিত প্রকাশনা প্রতিষ্ঠান স্টেশন রোডের বাসিয়া প্রকাশনী প্রতিষ্ঠার পর থেকেই এ অঞ্চলের প্রবীণ-নবীন সকল পর্যায়ের সৃজনশীল লেখকদের লেখা প্রকাশ করে আসছে। বাসিয়া প্রকাশনীর মাধ্যমে অনেকের প্রথম বইও প্রকাশ পেয়েছে। আবার দেশের বাইরে যারা বাংলাভাষাবাসী রয়েছেন তাদেরও পান্ডুলিপি বাসিয়া প্রকাশনী নিয়মিত প্রকাশ করে প্রবাসী লেখক-সাহিত্যিকদেরকে প্রণোদনা দিয়ে আসছে। বাসিয়া প্রকাশনীর এই অবদান প্রশংসনীয়।
এবার ২০১৬ সালের অমর একুশে গ্রন্থমেলাকে সামনে রেখে সিলেট ও সিলেটের বাইরে বিশেষ করে দেশের বাইরের অসংখ্য লেখক বন্ধুুদের পান্ডুলিপি মলাটবন্দী করে বই আকারে প্রকাশ করেছে বাসিয়া প্রকাশনী। এর মধ্যে প্রবাসের একজন মেধাবী গীতিকার ও নাট্যকার আশরাফ মাহমুদ নেসওয়ার এর গানের বই স্বদেশ আমার স্বদেশ তোমার অন্যতম।
৮০ পৃষ্ঠার এই বইটিতে ৭৬টি গান সূচিবন্ধ হয়েছে। যে গানগুলির মধ্যে গীতিকার ও নাট্যকার আশরাফ মাহমুদ নেসওয়ার স্বদেশকে নানাভাবে রূপায়িত করেছেন। তাঁর গানগুলি পড়তে পড়তে মনে হবে এ যে আমারই দেশের গান, আমারই দেশের সমাজ ও মানুষের নানাচিত্রের পঙক্তিমালা। গানের কথামালা দিয়ে তিনি আমাদের হৃদয়ের কথা, আমাদের চাওয়া পাওয়ার কথা, স্বপ্ন সম্ভাবনার কথা, অমর একুশে ফেব্রুয়ারির কথা, ঐতিহাসিক স্বাধীনতার কথা, প্রাণ প্রিয় বিজয়ের কথা এবং সর্বোপরি আমাদের চেতনার কথা তিনি মনের মাধুরী মিশিয়ে বলার চেষ্টা করেছেন।
এই ৭৬টি গান পড়তে পড়তে মনে হবে চোখের সামনে দেশের ক্যানভাস বা সোনালি পর্দা ঝুলছে। হয়তো এ কারণেই গীতিকার তাঁর বইয়ের নাম দিয়েছেন স্বদেশ আমার স্বদেশ তোমার। এই নামকরণের যথার্থতা নির্ণয় করা যায় দুইভাবে। এক. বিভিন্নগানের শিরোনাম থেকে দুই. বিভিন্ন গানের পঙক্তি থেকে।
এখানে কয়েকটি গানের শিরোনাম উল্লেখ করা হলো; প্রাণের চেয়ে প্রিয় আমার(পৃষ্ঠা-১০), তোমার আশা তোমার ভাষা(পৃষ্ঠা-১১), সোনালি আলোর দেশ(পৃষ্ঠা-১৩), বিশ^ রূপসী বাংলাকে আমি(পৃষ্ঠা-১৪), আমার এ বাউল মন(পৃষ্ঠা-১৮), আহা কী সুন্দর সবুজ(পৃষ্ঠা-২৭), ওগো আমার সোনার দেশ(পৃষ্ঠা-৪২), আমার এ রাখাল মন(পৃষ্ঠা-৪৮), ও আমার বাংলা মাগো(পৃষ্ঠা-৪৯), আজ দেশের তরে নতুন করে(পৃষ্ঠা-৫২), জন্মভূমি মাগো(পৃষ্ঠা-৭২), বিশ^ রূপসী ও গো মা জননী(পৃষ্ঠা-৫৯) প্রভৃতি গানের শিরোনাম থেকে তাঁর বইয়ের নামকরণের স্বার্থকতা প্রমাণিত।
দ্বিতীয়ত তাঁর অসংখ্য গানের পঙক্তির মধ্যদিয়ে স্বদেশের চিত্র উদ্ভাসিত বা অংকিত হয়েছে। এখানে কয়েকটি গানের পঙক্তি উল্লেখ করা হলো;
প্রথম গান- বহু প্রাণ বিনিময়ে জুলুমের অবসান
ভুলব না শহিদের খুন রাঙা অবসান (পৃষ্ঠা-৫)
তৃতীয় গান- ভাঙবো শৃঙ্খল পরাধীনতার
মোরা বিদ্রোহী অনির্বাণ
মোরা সংগ্রামী মুক্তিপাগল
বাংলার বীর সন্তান। ( পৃষ্ঠা-৭)
চতুর্থ গান- আমরা বাংলার দামাল ছেলে
বাংলার গান গেয়ে যাই
বাংলা মায়ের মাটির বুকে
আমরা নিয়েছি ঠাঁই। (পৃষ্ঠা-৮)
পঞ্চম গান- কৃষক শ্রমিক কামার কুমার
মাল্লা মাঝি বন্ধু আমার
তাদের নিয়ে চাই সমাজে
জীবন যাপন, নির্বিকার। (পৃষ্ঠা-৯)
প্রাণস্পর্র্শী এসব গানের পঙক্তিতে পঙক্তিতে স্বদেশের বন্দনা করা হয়েছে। স্বদেশের নানা চিত্র উজ্জ্বল হয়ে উঠেছে পঙক্তিতে পঙক্তিতে। তাই বলা যায়, তাঁর বইয়ের নামকরণ এক্ষেত্রেও যথার্থ প্রমাণিত।
আশরাফ মাহমুদ নেসওয়ার শুধু যে, জন্মভূমির চিরন্তন দৃশ্য হৃদয়ের উষ্ণতা দিয়ে রচনা করেছেন তা কিন্তু নয়, তিনি এদেশের মানুষের চিরায়ত সামাজিক বন্ধনকেও গানের পঙক্তিমালায় তুলে এনেছেন ছন্দ মাধুর্যের ভালোবাসায়। বইয়ের শেষ পৃষ্ঠা ৮০। এই ৮০ পৃষ্ঠায় রয়েছে বইয়ের সর্বশেষ গান। সেই গানে গানে গড়ে তুলেছেন আমাদের সামাজিক দৃঢ় বন্ধনের বিষয়টিকে। গানটির চুম্বক অংশ আপনাদের সম্মুখে উপস্থাপন করছি-
স্বদেশ আমার স্বদেশ তোমার
স্বদেশ ভালোবাসার
এই স্বদেশে গড়বো আমরা
শান্তি সুখের খামার।
… … … … … …
হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান
বাংলা মায়ের প্রাণ
জাত ভেদাভেদ ভুলে আমরা
গাই সমতার গান।
এটি একটি অসাধারণ গান। এ গান থেকে অনেক কিছু শেখার রয়েছে। বলা যায়, স্বদেশ আমার স্বদেশ তোমার শুধু গানেরই বই নয় বা শুধুমাত্র বিনোদনের তৃপ্তিদায়ক কোন বই নয়। এ বই স্বদেশ প্রেমের বই। স্বদেশ প্রেমে নাগরিককে উজ্জ্বীবিত করার বই। চেতনার দরজায় করাঘাত করার বই। এ বই থেকে সকল পাঠক ও শিল্পী সুরকাররা যেমন নোতুন প্রেরণার উৎস খুঁজে পাবেন তেমনি তরুণ সমাজও তার নিজ দেশের প্রতি যে ভালোবাসার দায়বদ্ধতা রয়েছে তা শিক্ষা নিতে পারবে বলে বোধ করি। বর্তমান সময়ে প্রযুক্তি ভাইরাসসহ নানাধরণের ব্যধিতে আক্রান্ত আমাদের তরুণ সমাজ। তাদেরকে সুস্থ রুচিশীল ও দেশের গানের প্রতি আকৃষ্ট করা আমাদের সকলের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। গীতিকার ও প্রকাশক বই প্রকাশের মধ্যদিয়ে প্রাথমিক দায়িত্ব পালন করেছেন। এখন এ বইটির গানগুলি সমাজের সর্বস্তরে প্রচার জরুরী। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্যই যে জনগণকে সচেতন করা। সুতরাং এ বই, লেখক কিংবা প্রকাশকের শুধু নয়, এ বই আমাদের সকলের, এ বই আমাদের সকলের ভালোবাসার।
গীতিকার ও নাট্যকার আশরফ মাহমুদ নেসওয়ার নিঃসন্দেহে একজন দেশ প্রেমিক। তাঁর এ গানের বই তাই প্রমাণ করে। ছন্দের কারুকাজে তার সাবলীলতা প্রমাণিত। তবে কোন কোন গান এর পঙক্তি আমাদের পূর্বসুরীদের গানের কিংবা তাঁদের কোন কোন কবিতার কথামালার কাছাকাছি বলে আমার নিকট মনে হয়েছে। এদিকটি তিনি নিশ্চয় খেয়াল করবেন। এই গীতিকারের ও নাট্যকারের প্রতি রইল আমার শ্রদ্ধা ও ভালোবাসা। তাঁর লেখা আরো আরো শ্রীবৃদ্ধি অর্জন করবে, অর্জন করবেক জনপ্রিয়তা এই প্রত্যাশাই রইল।
শিউল মনজুর কবি ও লেখক