বৃহস্পতিবার পবিত্র শবে বরাত, বাসায় নামাজের আহবান

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলাদেশে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। এ দিন নিজ নিজ বাসায় পবিত্র শবে বরাতের নামাজ আদায় করার জন্য সবাইকে বিশেষভাবে আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানায়, করোনাভাইরাসের এ সংকটকালীন পরিস্থিতিতে দেশের নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে এ আহ্বান জানানো হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ থেকে পরিত্রাণ কামনা করে পবিত্র শবে বরাতে বিশেষ দোয়া এবং কবরস্থান ও মাজারে জনসমাগম না করার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

কবরস্থানে না গিয়ে নিজ নিজ বাসায় অবস্থান করে মৃত স্বজনদের জন্য দোয়া করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

Print Friendly

Related Posts