দেশে ২৪ ঘন্টায় মৃত্যু ২১, আক্রান্ত ৭৬২

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ৩১৫তম দিনে নতুন মৃত্যু হয়েছে আরও ২১ জনের। গতকাল এ সংখ্যা ছিল ১৩ জন।

শনাক্তের হার কমে হয়েছে ৪ দশমিক ৭৩ শতাংশ। যা গতকাল ছিল ৫ দশমিক ৫৭ শতাংশ। নতুন করে নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৫৭৮ জন। সুস্থ হয়েছেন ৬৩৩ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮ পর্যন্ত নতুন করে ১২ হাজার ২১২টি নমুনা সংগ্রহ করা হয়।আগের কিছু নিয়ে নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ) করা হয়েছে ১২ হাজার ২১৫টি নমুনা। সরকারী ব্যবস্থাপনায় ২৭ লাখ ৮ হাজার ৮৭৫টি নমুনা পরীক্ষা করা হয়। অন্যদিকে বেসরকারী ব্যবস্থাপনায় ৭ লাখ ৩৫ হাজার ১৩২টি পরীক্ষা করা হয়েছে।

 

 

 

Print Friendly, PDF & Email

Related Posts