ঘোষিত তৃতীয় বিশ্বযুদ্ধের আগে

ফকির ইলিয়াস

 

বিফল হয়ে যাচ্ছে জীবন রক্ষাকারী যন্ত্র,
থেমে যাচ্ছে নিঃশ্বাসের উঠানামা! সঞ্চয়ের অক্সিজেন
শেষ হচ্ছে না যদিও-
শেষ হয়ে যাচ্ছে আয়ু,শেষ হয়ে যাচ্ছে মায়ার পৃথিবী
তছনছ হয়ে যাচ্ছে ভরসার সর্বশেষ বাণী!

 

বিফল হয়ে যাচ্ছে হিমোগ্লোবিনের সঞ্চালন।
আমাদের চোখের সামনেই সরিয়ে নেয়া হচ্ছে
নাকে-মুখে লাগানো পাইপ।তরল ওষুধের সরবরাহ
বিচ্ছিন্ন করে দিতে দিতে কেউ ডেকে বলছে
‘কোড নাইনটি নাইন’ !
আরেকটি নিথর দেহ সরিয়ে নেয়ার
বেদনাহত উচ্চারণ!

 

সারি সারি কফিন,আমাদের চারিদিকে এখন!
সারি সারি কবর খোঁড়ার শোভেল মেশিন
কালোমাটি সরনোর ঠক ঠক আওয়াজ!
কী বিষাদের ভেতরেই মানুষকে দৌঁড়ুতে হচ্ছে
উপর থেকে নীচে- নীচে থেকে উপরে
সিঁড়িময় পৃথিবীর সর্বশেষ আশ্রয় এখন নিজের ঘর
সবাই যেন যুদ্ধ করছে একসাথে,একত্রে !

 

এমন যুদ্ধ তো অনেক আগেই হতে পারতো-
হতে পারতো শান্তির পক্ষে,
হতে পারতো সৌহার্দ্যের পক্ষে,
হতে পারতো মানবতার পক্ষে,
হতে পারতো প্রকৃতির পক্ষে,
হতে পারতো সমতার পক্ষে,
হতে পারতো সৃজনের পক্ষে,

পারতো না ?

 

Print Friendly, PDF & Email

Related Posts