আমীর চৌধুরী প্রধান বন সংরক্ষক

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥  বন অধিদফতরের উপ প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী দেশের প্রধান বন সংরক্ষক (সিসিএফ) হিসেবে যোগদান করেছেন। গত ২৫ মার্চ তিনি সিসিএফ হিসেবে মোহাম্মদ শফিউল আলম চৌধুরীর স্থলাভিষিক্ত হন।

এর আগে আমীর চৌধুরী বিভাগীয় বন কর্মকর্তা ও বন সংরক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

২২তম বিসিএস (বন) ক্যাডারে প্রথম স্থান অধিকার করে ২০০৩ সালে তিনি সহকারী বন সংরক্ষক পদে যোগদান করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী নেয়া আমীর চৌধুরী ২০১২ সালে ওয়াইল্ড লাইফ ইন্সটিটিউট অব ইন্ডিয়া থেকে বণ্য প্রাণী ব্যবস্থাপনা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নেন।

আমীর চৌধুরী জানান,পরিবেশের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্য ও বণ্যপ্রাণী সংরক্ষণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করবেন।

তিনি ১৯৭৪ সালে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জন্মগ্রহণ করেন।

Print Friendly

Related Posts