দেশে মৃতের সংখ্যা ২৫০ জনে

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ২৫০ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৬৬০ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (১২ মে ) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হলেন ৩ হাজার ১৪৭ জন।

ডা. নাসিমা সুলতানা বলেন, ‘গতকাল সোমবার ৩৭ টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। আজ আরও একটা বেড়েছে । মোট ৩৮টি ল্যাবে এখন নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৬ হাজার ৮৪৫ জনের। এ সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ৭৭৩ জনের। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে  ১ লাখ ৩৬ হাজার ৬৩৮টি।

তিনি জানান, নিহত ১১ জনের মধ্যে সাতজন পুরুষ, চারজন নারী। এরমধ্যে ঢাকার পাঁচজন। বাকিরা অন্য জেলার।

বয়সের হিসেবে মৃতদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুই জন ও ৮০ বছরের উপরে একজন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ১৫২ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ২ হাজার ৩৬১ জন।

Print Friendly

Related Posts