ক.
চারদিকে যেন শুনশান নীরবতা
সবকিছু আজ হয়ে গেছে প্রাণহীন,
বহতা জীবন হঠাৎ গিয়েছে থেমে
লকডাউনে কাটছে সবার দিন৷
খ.
রাস্তা-ঘাটে লোক সমাগম নেই
নিস্তব্ধ ভিলেজ কিংবা টাউন,
গঞ্জের হাটে যায়না হাটুরেরা
দেশটা জুড়ে চলছে লকডাউন৷
গ.
দুরত্বটা বজায় রেখে চলি
তবুও থাকি সবাই কাছাকাছি,
চার দেয়ালে জীবন এখন বাঁধা
লকডাউনে বেঁচে-বর্তে আছি৷
ঘ.
বিশ্ব জুড়ে ত্রাস করোনা ভাইরাস
জানিনা আর কত প্রাণ তুমি নেবে?
কোটি কোটি প্রাণ চায় যে পরিত্রাণ
লকডাউনে কতদিন বাঁধা রবে!
ঙ.
হাট-বাজার বন্ধ সব
বন্ধ গাড়ির চাকা,
লকডাউনে আছে সবাই
পথ-ঘাট সব ফাঁকা৷
চ.
পহেলা বৈশাখে রমনার বটমূলে
এবার ছিলোনা ছায়ানট,
লকডাউন,তাই লোক সমাগম নয়
বদলে গেছে দৃশ্যপট৷
ছ.
সারা বিশ্ব করোনার প্রতাপে
ভয়ে-ত্রাসে কী ভীষণ কাঁপছে,
চার দেয়ালে মানুষ বন্দী এখন
লকডাউনে সময়টা কাটছে৷
জ.
সবুজ পাতা ভালো থেকো
হলদে পাখি ভালো থেকো,
লকডাউনটা উঠে গেলে
হবেই দেখা মনে রেখো৷
ঝ.
পাখিরা আসেনা আগের মতো
আমাদের জানালায়,
লকডাউনে কী ওরাও আছে
করোনার জমানায়?
ঞ.
সাগর এখন দাপিয়ে বেড়ায়
অবাধ্য ডলফিন,
ওদের তো আর লকডাউন নেই
সুখেই কাটছে দিন৷
স্বপন ঘোষ
১৯.০৪.২০২০