ডি লিট উপাধি পাচ্ছেন হাসান আজিজুল হক ও সেলিনা হোসেন

বিডি মেট্রোনিউজ, রাবি ॥  সাহিত্যে বিশেষ অবদান রাখায় ডি লিট উপাধি পাচ্ছেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ও সেলিনা হোসেন। গত মঙ্গলবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪৬৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সিন্ডিকেট সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ও সেলিনা হোসেনকে ডি লিট উপাধি প্রদানের সিদ্ধান্ত ছাড়াও আর বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীকে মারধরের ঘটনায় ছাত্রলীগের তিন নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার, শিক্ষকের বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগের সত্যতা না পাওয়ায় এক ছাত্রীকে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কাজে ঠিকাদার নিয়োগে ই-টেন্ডার পদ্ধতি চালু, শিক্ষকদের জন্য ঢাকায় গেস্ট হাউজ কেনা এবং নগরীর ঐতিহ্যবাহী বড়কুঠি (ডাচকুঠি) ভবনের মালিকানা বিশ্ববিদ্যালয়ের অধীনে রাখার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, আগামী সমাবর্তনে কথা সাহিত্যিক হাসান আজিজুল হক ও সেলিনা হোসেনকে ডি লিট উপাধি প্রদান করা হবে। তাছাড়া শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতে সাময়িক বহিষ্কার হওয়া ছাত্রলীগের তিন নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও একজন শিক্ষকের বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় অভিযোগকারী ছাত্রীকে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত হয়েছে।#

Print Friendly, PDF & Email

Related Posts