নবীন স্পার্টান ॥ মুজতবা আহমেদ মুরশেদ

খুনকষ্ট সারা তল্লাট জুড়ে!
তবুও ভেসে ওঠে কাঞ্চনের স্রোতে বিছানো প্রথম শিহরণ!
বড়মাঠে দৌড়বিদ হবার ঘেমে ওঠা শ্রমের কারুকাজ।
এখনকার কেরানী মগজের মানুষেরা যখন বর্ধিষ্ণু হলো
তখন প্রকৃতিকে ভুলে গেলো বলে এমন খুনকষ্টের শুরু।
কিন্ত কবিও খুনি হয়ে উঠেছে।
খুনির বিরুদ্ধে উদ্যত খুনি আমি।
পরাজিত শিকলসমেত দাস হতে নয়
এসেছি ভূমির মালিক হতে বলিষ্ঠ পেশীবহুল।
হাসপাতালের বিছানায় এক স্পার্টান
লড়াইয়ের প্রান্তরে খুনিদের খুন করে করে
দুহাতে কেবলি খুনের স্রোতে বানায় আরেক যমুনা।
দ্যাখো এই আমার আজ রুদ্র খুনিরূপ!
ভূমির মালিক পরাজিত হয়না কোনোদিন।
হয়ে গেছি আমিও তাই এক নবীন স্পার্টান।
মুজতবা আহমেদ মুরশেদ
৩ জুন ২০২০।
অক্সিজেন মাস্ক নিয়ে
আনোয়ার খান মডার্ন হাসপাতালের
কভিড ইউনিটের বেড।
ধানমন্ডি। ঢাকা।
Print Friendly, PDF & Email

Related Posts