আঁখি তারা রিমা’র ছড়া ॥ সৃষ্টিমণির বাগান

নাম হলো তার সৃষ্টিমণি,
বয়সটা তার নয়,
তৃতিয় শ্রেণীর ছাত্রী যে সে,
অনেক কথা কয়।

লেখাপড়া ভালোই করে,
বাগান করা শখ,
বাগান নিয়ে উঠলে কথা
করে যে বকবক।

-বাগানে আমার গোলাপ আছে,
আছে বকুল-বেলী,
তাইনা শুনে ঋতু বলে,
-এসব কোথায় পেলি?

শান্তা বলে, আর কী আছে
তোর বাগানে শুনি?
সৃষ্টি বলে, দিন কেটে যায়
তাদের গুণি গুণি।

 

বাগান ভরা লাল-হলুদ আর
কমলা রঙের গাঁদা,
এক কোণেতে টগর আছে,
রঙ হলো তার সাদা।

রক্তজবা, হাসনাহেনা,
গন্ধরাজের ঝাঁড়,
সবাই বলে, থামরে এবার,
বলিস না কিছু আর।

সত্যিই সে লক্ষী মেয়ে
এমন বাগান যার,
সৃষ্টিমণির সাধের বাগান,
বড়ই চমৎকার।

 

আঁখি তারা রিমা : ছড়াকার, শিক্ষক

Print Friendly, PDF & Email

Related Posts