ফ্লাইওভার ভেঙে কলকাতায় নিহত ১০

বিডি মেট্রোনিউজ ডেস্ক আজ ভোরে কলকাতায় নির্মানাধীন বিবেকানন্দ ফ্লাইওভারের একাংশ ভেঙে পড়েছে।এখনও পর্যন্ত ১০জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কলকাতার অনলাইন পোর্টাল।

খবরে বলা হয়, দুর্ঘটনার সময় ফ্লাইওভারের নীচে পার্ক করা ছিল একাধিক গাড়ি। ফলে মৃত্যুর শঙ্কা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, গোটা রাত ধরে ফ্লাইওভারে ঢালাইয়ের কাজ চলে। কিন্তু সকালেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ফ্লাইওভারের একাংশ। ধ্বংসস্তুপের মধ্যে বেশ কয়েকজনের আটকে থাকার শঙ্কা। আটকে থাকা লোকেদের উদ্ধার করতে ড্রিল মেশিন দিয়ে কাটা হচ্ছে পাথরের স্ল্যাব। আরও বেশ কয়েকজনকে জখম অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুলিশের একাধিক অ্যাম্বুলেন্স। কিন্তু ঘটনার জেরে শহরের একাধিক রাস্তায় তীব্র যানজটের তৈরি হয়েছে।

বিপর্যয়ে গোটা মধ্য কলকাতায়ই বিপর্যস্ত যান চলাচল। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয় পড়েছে। আশঙ্কা করা হচ্ছে হতাহতের সংখ্যা অনেক বাড়তে পারে। উদ্ধারকাজে নেমেছেন এলাকার মানুষও।

Print Friendly

Related Posts