কাশ্মীরের প্রথম নারী মুখ্যমন্ত্রীর শপথ

বিডি মেট্রোনিউজ ডেস্ক জম্মু কাশ্মীরের প্রথম নারী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন মেহবুবা মুফতি। প্রায় ৩ মাস রাষ্ট্রপতি শাসন জারি থাকার পর বিজেপিকে সঙ্গে নিয়ে সরকার গড়ল পিডিপি। আজ ২১ জন মন্ত্রীকে নিয়ে শপথ নেন মেহেবুবা।

নতুন সরকারের উপমুখ্যমন্ত্রী হয়েছেন বিজেপি নির্মল সিং। পিডিপি নেতা তথা মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদ সইদের মৃত্যুর পর কাশ্মীরে সরকার গঠন নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। দীর্ঘ টানা পোড়েনের পর ফের সমঝোতায় আসে পিডিপি এবং বিজেপি।

আগের থেকে এবার মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব বেড়েছে বিজেপির। ৬ জনের বদলে ৮ জন ক্যাবিনেট মন্ত্রী পেয়েছেন তাঁরা। অন্যদিকে পিডিপি থেকে নজন ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন।

টুইটারে জম্মু-কাশ্মীরের নতুন মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়।

Print Friendly

Related Posts