পাপড়ি মেলে গোলাপ বাগান ।। আল মাহমুদ


কবিতা আমার পৃষ্ঠে বুলায় ঠান্ডা হস্ত—
পার হয়ে আসি আশিটি বছর এই সমস্ত
উদয়-অস্ত অভাবগ্রস্ত ছন্দের দোলা,
তার মাঝে দেখো আপন ভোলা;

আমি কবি এক মিল খুঁজে ফিরি
আলো ও আঁধারি আঁচল উড়িয়ে—
জুড়িয়ে পরান, গাইব কী গান?
মান-অভিমান দুই হাতে ঠেলে
পাপড়ি মেলে গোলাপ বাগান।

করে আহ্বান—আয় ওরে আয়

পথের প্রান্তে একটু দাঁড়াই;

ফোঁটায় ফোঁটায় ঝরে যায় জল,

ভিজিয়ে বুকের কোমল বোতাম

এই পরিণাম যারা লিখে নেয়

তাদের ডাকো।

 

দেখো আকাশে মেঘ ভেসে যায়

মেঘের ওপর

মাথায় আমার জ্বলছে সূর্য

তপ্ত দু’পর।

 

তারপরে আছে ঠান্ডা বাতাস

নেব নিশ্বাস

বুক ভরে আমি

আমিই তো পথে এখনো রয়েছি

অগ্রগামী।

 

এই তো আমি!

Print Friendly, PDF & Email

Related Posts