এবিএম সালেহ উদ্দীন এর কবিতা

সুরের বীণায়

 

সেদিন হাডসন নদীর তীর থেকে
প্রাণভরে দেখেছি তোমায়

যখন ইনউডের পার্কঘেষা লেকের পাড়ে
জড়ো হয়েছিল একঝাঁক বুনো হাঁস। মাথার উপর
হেনরি হাডসন হাইওয়ে আর দূরস্থিত জর্জ ওয়াশিংটন ব্রিজ।

সাদা বরফের ছাউনি ঘেরা
এতদিন হৃদয় ছিল শুন্যে একা। তখনই স্মৃতিতে ভেসে আসে
সেই মুখ। হৃদয় জুড়ে সুরের বীণায় বেজে ওঠে বিজয়ের গান।

আমার ভেতরকার গোপন শব্দেরা নেচে নেচে
ঝংকৃত হয় পৃথিবী দেখার উচ্ছাসে।
আমি ভাগ্যবানের মতো চেয়ে থাকি
প্রকৃতির শূভ্র-সুন্দর ভূবন আর সুনীল আকাশের দিকে।

মনে হয় সহসা কেটে যাবে জীবনের কালোরাত
জ্যোতির্ময় হয়ে উঠবে পৃথিবী আমার। কেটে যাবে কালিমা আঁধার।
বার বার প্রতিবার চোখ যায় দিগন্তে ;চোখ যায় সূর্যালোকে
আমি চেয়ে থাকি উর্দ্ধ গগনে;চেয়ে থাকি সুনীল আকাশ।

চোখের পলকে লেপটে থাকে অপরূপ ছবি
মেঘহীন রৌদ্রছায়ায় প্রসন্নতার উষ্ণ-মায়ায়
চেয়ে দেখি তুমি এসে গেছো সেথায়
অনুভবের ছায়াতলে।

তোমার সুউজ্জ্বল মূখাবয়ব
ঢেউ খেলে নেচে বেড়ায় হাডসনের মায়াজলে।
যেমনটি ছিল মেঘনার মোহনায়
আর তেতুলিয়ার কল­লে। সেখানেই তুমি আছো
যেখানে প্রেম আছে। আছে ভালোবাসা।

salehuddin.-1

কবি : বর্তমানে আমেরিকা প্রবাসী

Print Friendly, PDF & Email

Related Posts