দেখা হল শেরাটন,
আবু মনি কয়জন?
ছোট বড় মিলে সব ওরা হল ছয়জন।
হেন নাই তেন নাই,
নাই প্যান্ট শার্ট
রাস্তার পাশে থাকে খায় কিটকাট।
দু’বেলা না পেলে
একবেলা খায়
আবু মনি সবগুলো স্কুলে যায়।
হাড়েটান ঘাড়েটান
খাটে রাতদিন
বাবা মায়ের শ্রমে আবুদের ঋণ।
এক নয় দুই নয়
কাটে কয় যুগ
আবুদের খোঁজ নাই বুড়োদের রোগ।
শহর নয় গ্রাম নয়
সবখানে দেখি
আবুরা কম হলে থাকে সুখপাখি।
লেখক : কেনিয়া প্রবাসী