বেতুল খাবি তেতুল খাবি
মধুর হাড়ি ভরা,
বটের ছায়ে পান্তা খাবি
বৈশাখীতে তোরা।
ঢাক বাজাবি ঢোল বাজাবি
মায়ের হাতে খড়া,
নেচে গেয়ে ভুলে যাব
দুঃখ কষ্ট মোরা।
হালখাতা ভাই হাটবাজারে
সেই আনন্দ ঘরে ঘরে,
নদীর তীরে মেলায় যেতে
খোকা খুকু তাই সাজরে।
কদমা আছে খুড়মা আছে
হাজার পদের খাজা,
দুপুর বেলার খানায় যেন
নদীর ইলিশ ভাজা।