মুখ কালো করেই মাঠ ছাড়তে হলো কোহলিকে

বিডি মেট্রোনিউজ মুখ কালো করেই মাঠ ছাড়তে হলো কোহলিকে।কুইন্টন ডি ককের ৪৮ বলের ঝোড়ো সেঞ্চুরিতে আইপিএলের নবম আসরে দ্বিতীয় জয় পেয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। রোববার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দেওয়া ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেটের বড় জয় পায় দিল্লি।

মাত্র ৫১ বলে ১০৮ রানের বিস্ফোরক ইনিংস খেলে দিল্লির জয়ের নায়ক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডি কক।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ক্রিস গেইল ডাক মারলেও নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯১ রান করে স্বাগতিকরা।

দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করেন অধিনায়ক বিরাট কোহলি। তার ৪৮ বলের ইনিংসে ছিল ৭টি চার ৩টি ছক্কার মার। এ ছাড়া এবি ডি ভিলিয়ার্স ৩ বলে ৫৫ ও শেন ওয়াটসন ১৯ বলে ৩৩ রান করেন।

১৯২ রান তাড়া করতে নেমে ডি ককের সেঞ্চুরি আর করুন নাইরের ফিফটিতে ৭ উইকেট ও ৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি। ফলে শেষাবধি মুখ কালো করেই কোহলিকে মাঠ ছাড়তে হয়।

মাত্র ৪৮ বলে সেঞ্চুরি পূর্ণ করা ডি কক ৫১ বলে ১৫ চার ও ৩ ছক্কায় ১০৮ রান করেন। ৪২ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন নাইর।

৫০ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে ১৩৪ রানের বড় জুটিও গড়েন ডি কক-নাইর। ম্যাচসেরা হয়েছেন ডি কক।

 

 

 

Print Friendly, PDF & Email

Related Posts