এই নারী, নারী নয় (ভিডিও)

বিডি মেট্রোনিউজ ডেস্ক তাকালে চোখ ফেরানো যায় না। নিখুঁত চোখমুখ। নারীসুলভ শারীরিক গঠন, ফর্সা গালে লালচে আভা, একরাশ কালো চুল। টুকটুকে সুন্দরী পরনে লাল-সোনালি রঙের পোশাক। সুন্দরী নারী জিয়া জিয়া একটি রোবট। শুধু গঠনের কারণেই নয়, কথাবার্তা ও আচরণেও জিয়া জিয়াকে বাস্তবের সুন্দরী কোনো নারী বলেই মনে হবে।

রোবটের দুনিয়ায় এখন পর্যন্ত অনেক উন্নতি হয়েছে। প্রযুক্তিতে বলীয়ান হয়ে নানারকম কাজ করছে রোবটরা কিন্তু জিয়া জিয়ার মতো এমন সুন্দরী রোবট আগে কখনো দেখা যায়নি। চীনের সুন্দরী এই রোবট মুগ্ধ করেছে পুরো প্রযুক্তি বিশ্বকে। এমনই নিখুঁতভাবে তাকে তৈরি করেছেন চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। গবেষক চেন জিয়াওপিংরার নেতৃত্বে অতি বাস্তবসম্মত এই রোবটটি তৈরি করতে গবেষকদের সময় লেগেছে তিন বছর।

জিয়া জিয়ার প্রোগ্রাম এমনভাবে করা হয়েছে যাতে সে মানুষ চিনতে পারে ও শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করতে পারে। এই প্রোগ্রামিংয়ের ফলেই প্রযুক্তি সম্মেলনে আসা সকলের উদ্দেশ্যে জিয়া জিয়া বলে, ‘স্বাগতম, আমি জিয়া জিয়া।’ যদি কেউ তাকে ‘হ্যালো` বলে, উত্তরে সে স্পষ্ট বলে, ‘হ্যাঁ, আমি আপনার জন্য কী করতে পারি?’

জিয়া জিয়ার চোখের চাহনী ও হাত-মুখ নাড়ানোর সবকিছুই স্বাভাবিক মানুষের মতোই। কথা বলার সময় স্বাভাবিক মানুষের মতোই ঠোঁট ও হাত নাড়ায়। মুখে বিভিন্ন ধরনের আবেগও ফুটিয়ে তুলতে পারে। সেলফি তোলার জন্য মোক্ষম পোজ দিতে পারে। শুধু তাই নয়, তার সঙ্গে ছবি তোলার সময় সাবধান করে দিয়ে মজা করে এটাও বলে যে, ‘ছবি তোলার সময় আমার খুব কাছে চলে আসবেন না, তাহলে আমাকে মোটা দেখাবে।’

 

https://www.youtube.com/watch?v=9vtEMYHoe34

Print Friendly, PDF & Email

Related Posts