বাংলা কবিতা দিবস পালিত

মেট্রো নিউজ, গাজীপুর : প্রতি বছরের মতো এ বছরও বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে  বাংলা কবিতা দিবস ২০১৫ শনিবার গাজীপুর সদর উপজেলাধীন নয়নপুরের কচি-কাঁচা একাডেমী প্রাঙ্গণে উদযাপিত হয়। এ উপলক্ষে দিনব্যাপী স্বরচিত কবিতা পাঠ, আলোচনা, বইমেলা, আবৃত্তি ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

পায়রা উড়িয়ে দিনটির কার্যক্রম শুরু করেন বরেণ্য কবি, বহুমাত্রিক লেখক, শিক্ষক ও সাংবাদিক সাযযাদ কাদির ও প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী।

উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন কবি রানা জামান, গাজীপুরের দৈনিক গণমুখ পত্রিকার সম্পাদক আমজাদ হোসাইন, ঝিঙেফুল প্রকাশনীর স্বত্ত্বাধিকারী গিয়াস উদ্দিন খসরু, কবি বকুল আশরাফ, নূর কামরুননাহার, সাহস রতন, তাসকিনা ইয়াসমিন এমি।

বইমেলা উদ্বোধন করে কচি-কাঁচা একাডেমীর বিভিন্ন শ্রেণীর মেধাবী শিক্ষার্থীরা। দেশের ৬টি স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান সহ কবিরা নিজেদের প্রকাশিত নানান বই নিয়ে বইমেলার মোট ৯টি স্টলে যোগ দেন।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন অসীম বিভাকর, লিয়াকত চৌধুরী, মাটি সিদ্দিকী, মাহমুদা আক্তার শেফালী, মিঠুন সিদ্দিকী, রওশন আরা, পঙ্কজ কুমার ঘোষ, মারুফা ফারজানা, মাইশা ইসলাম, মিরাজ হোসেন সিকদার, বকুল আশরাফ, নূর কামরুননাহার, সুনৃত সুজন প্রমুখ।

স্বরচিত কবিতা পাঠ করেন কবি রানা জামান, অমূল্য সরকার অমল, আনোয়ার হোসেন নবীন, শহীদুল ইসলাম, মিঠুন সিদ্দিকী, টি আই তিয়াস, কুটুম মুহ্তারিমা, রোকেয়া ইউসুফ, আমজাদ হোসেন, মোহাম্মদ আবু হানিফা, দীলতাজ রহমান, মুহসীন মুনীর, শাহান সাহাবুদ্দিন, হুমায়ুন কবির, রাজিবুল আলম, শাহের বানু, মেজবাহ উদ্দিন, রাকিব উদ্দিন মাহমুদ, মোস্তাফিজুর রহমান, আফরোজা অদিতি, হাসিদা মুন, রেহানা সুলতানা, হাফিজ উদ্দীন আহমদ, ক্যামেলিয়া আহমেদ, অর্ণব আশিক, শাওন আসগর, সোহেল রশীদ, মাহবুব খান, সৈয়দ রনো প্রমুখ।

সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আমেনা বুশরা, মিঠুন সিদ্দিকী, মনীষা দেবনাথ, অভিজিৎ দাস, চন্দ্রিকা সরকার শর্মা, তাসনিম জাহান ইভা, খন্দকার শামীম আহমেদ, রোকসানা ইয়াসমিন, সুশান্ত কুমার সরকার প্রমুখ।

প্রতি বছরের মতো এ বছরও কমরেড আলাউদ্দিন আহমেদ-আম্বিয়া বেগম স্মৃতি পরিষদ প্রবর্তিত বাংলা কবিতা দিবস পুরস্কার প্রদান করা হয়। বাংলা কবিতায় বিশেষ অবদানের জন্য ষাটের দশকের অন্যতম প্রধান কবি, মুক্তিযোদ্ধা বুলবুর খান মাহবুব এ বছর ভূষিত হন বাংলা কবিতা দিবস পুরস্কারে।

অনুষ্ঠানে বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, সংস্কৃতিজন, বিপুল সংখ্যক শ্রোতা-দর্শক উপস্থিত ছিলেন। উপস্থাপনায় ছিলেন ইকবাল সিদ্দিকী হাই স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল হক ও কচি-কাঁচা একাডেমীর সহকারী শিক্ষক কণা দেবনাথ।

Print Friendly, PDF & Email

Related Posts