বিডি মেট্রোনিউজ ডেস্ক ॥ অবশেষে খারাপ সময়টা কাটিয়ে উঠলেন লিওনেল মেসিরা বুধবার রাতে।চ্যাম্পিয়ন্স লিগে আটলেটিকো মাদ্রিদের কাছে হেরে ছিটকে যাওয়া। লি লিগায় ভ্যালেন্সিয়ার কাছে হারের পর বার্সেলোনার বিরাট জয় মুগ্ধ করল ভক্তদের।
লা লিগার ম্যাচে এ দিন বার্সেলোনা ৮-০ উড়িয়ে দিল দেপোর্তিভোকে। ছন্দে ফিরল বার্সার বিখ্যাত এমএসএনও। আট গোলের মধ্যে বার্সার ত্রয়ীরই অবদান ছ’টা। হ্যাটট্রিক সহ চার গোল লুইস সুয়ারেজের। মেসি আর নেইমার করেন একটি করে গোল। বাকি দুটি গোল ইভান রাকিটিচ ও সেন্টার ব্যাক মার্ক বাত্রার।
জয়ের পর ৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে মেসিরা শীর্ষে। দ্বিতীয় স্থানে এক ম্যাচ কম খেলে ৭৬ পয়েন্টে আটলেটিকো। আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রিয়াল মাদ্রিদ ৩৩ ম্যাচে ৭৫ পয়েন্টে তিন নম্বরে।