ফিজের জন্য ওয়ার্নারই বাংলা শিখছেন

বিডি মেট্রোনিউজ ডেস্ক দলের আক্রমণ পরিকল্পনার অনেকাংশজুড়েই থাকেন তিনি। অথচ তাকেই বোঝানো যায় না। আবার খেলার মাঠে তিনি কখন কোন আক্রমণে যাচ্ছেন বা কোন ডেলিভারি দিচ্ছেন, সেই মুহূর্তে কোথায় কোন ফিল্ডার রাখা প্রয়োজন, তাও তার কাছ থেকে বুঝে নেওয়া যায় না। সেজন্য দেওয়া হয় দোভাষী নিয়োগ। কিন্তু তাতেও সারছে না।

তাই বিশ্ব ক্রিকেটের এই সময়ের ‘রহস্যময়’ বোলার মুস্তাফিজুর রহমানকে বুঝতে এবং বোঝাতে এবার খোদ দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নারই বাংলা শিখছেন। বৃহস্পতিবার (২১ এপ্রিল) এক টুইটার বার্তায় এ কথা জানান আইপিএল সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কই।

অস্ট্রেলিয়ার ড্যাশিং ওপেনার তার টুইটার বার্তায় বলেন, ‘ফিজের (মুস্তাফিজের আদুরে ডাকনাম) জন্য আমি গুগল ট্রান্সলেশনের দ্বারস্থ হচ্ছি। কীভাবে বাংলা বলতে হয় তা শিখছি, হে হে। থোড়া থোড়া (একটু একটু)।’

Print Friendly, PDF & Email

Related Posts