বিডি মেট্রোনিউজ ডেস্ক॥ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের পর্দা উঠল শুক্রবার। সকাল পৌনে নয়টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের উদ্বোধন করা হয়।
এ সময়ে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম এন্ড এডমিন) এসএম জাহিদ হাসান, ওয়ালটন গ্রুপের সিনিয়র ডেপুটি ডিরেক্টর (পিআর এন্ড মিডিয়া) ফিরোজ আলম ও ওয়ালটন গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিলটন আহমেদ।
ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) পক্ষ থেকে সিসিডিএমের চেয়ারম্যান কাজী গোলাম মর্তুজা উপস্থিত ছিলেন।
দেশের শীর্ষ ১২টি ক্লাব লিগে অংশ নিচ্ছে। লিগের উদ্বোধনী ম্যাচে মিরপুরে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও গাজী ট্যাংক ক্রিকেটার্স। এছাড়া বিকেএসপির-৩ নম্বর মাঠে খেলছে প্রাইম দোলেশ্বর ও ক্রিকেট কোচিং স্কুল এবং ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে খেলছে আবাহনী লিমিটেড ও কলাবাগান ক্রীড়া চক্র।