গুলশান-ই-ইয়াসমীনের দেশাত্মবোধক কবিতা

ডগ ডগে লাল সূর্য

 

কখনও ডগডগে এ লাল সূর্য

আকাশে ফুটে উঠে –

মহান স্বাধীনতার লাল সূর্যে

জেগে উঠে শহীদের চেতনা।

ছুটে ছুটে চেতনায় মানবিক

দিকগুলি যেন ফিরে ফিরে যায়

অতীতের চেতনায় দ্বার থেকে দ্বার… ।

তোমরা জাগো, ওরে জেগে ওঠো

নিজেদের সামাল দাও

নিজেদের সামাল দাও!

পৃথিবীর মায়ায়

আচ্ছাদিত নিরাপত্তার চাওয়ার

মাঝে মাঝে নিরপত্তার

আকাশে মানবিক চেতনার

শ্বাস কেনন ভার হয়ে

বের হয়ে যায়..

তখন আমাদের ফিরে পাওয়া

স্বাধীনতাকে ডাকতে থাকি ।

নীরব ভাবনায় আপন ভাবনায়

আমরা বারংবার চাইতে থাকি।

নীরব ভাবনায় আপন ভাবনায়

আমরা বারং বার চাইতে থাকি,

কত শহীদের রক্ত যেন-

লালসূর্য হয়ে ঘোষনা দেয় –

শহীদের রক্তেরস্বাধীনতা আমরা

যুগে যুগে স্মরণ করি ।

অপরাজেয় বাংলা

কত রূপে অপরূপা

তুমি আমার বাংলা

শ্যামল লাল রূপ যে তোমার –

সাথে হলুদ সরিষা ফুলের সুবাসরে

মাগো ধন্য মোর জীবন ধন্য

আমার স্বাধীনতার জন্যরে।

ভাটিয়ালী গান

এনেছে ফিরে দেশের মান-

স্বাধীনতার মান মাগো

গেয়ে যাই মোরা

নিজের দেশকে স্বাধীন করে

আমার সবুজ শ্যামল রূপে ভরা ॥

মাটির সুবাস বয়ে যায়

স্বাধীন বাণী ঘোষনা করে

মাগো তোমার ভাষায়

গেয়ে যাই -প্রান ভরে

আমার সোনার বাংলা

আমি তোমায় ভালো বাসি।

 

স্বাধীনতা তুমি

 

স্বাধীনতা তুমি

আজ এই বিন্দুতে

গতকাল ছিলে ১০০ হাত দূরে

পরশু ছিলে হাজার মাইল দূরে

কয়েক যুগ আগে লক্ষ মাইল দূরে

স্বাধীনতা –

কত ত্যাগ তিতিক্ষা

আর রক্তের বিনিময়ে

তোমাকে পেয়েছি আমি

এই তো স্বাধীনতা

তোমায় আমি জড়িয়ে আছি ।

সোনা সোনা রঙ্গের

মুক্ত মরমী-

মুর্ছনার সুর

আমি গ্রহণ করছি –

আমায় সোনার কাঠি দিয়ে

জাগিয়ে দিলে আজ যেন।

Print Friendly, PDF & Email

Related Posts