বিডি মেট্রোনিউজ ডেস্ক ॥ একটা ব্যাপার পরিষ্কার যে, পুণের আইপিএল অভিযান বেশ ছন্নছাড়া লাগছে। আর মঙ্গলবার ওদের সামনে একটা টিম যারা এখন তরুণ সিংহের মতো টুর্নামেন্টের সবাইকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে।
ডেভিড ওয়ার্নারের টিম এ বারের আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছে। গুজরাটের মতোই। ওদের বোলিং মণিহারে মুক্তোর ছড়াছড়ি। যার মধ্যে সবচেয়ে উজ্জ্বল, সবচেয়ে দীপ্তিময় মুস্তাফিজুর রহমান।
হায়দরাবাদ ব্যাটিংয়ে সবচেয়ে ভয়ঙ্কর দেখাচ্ছে ডেভিড ওয়ার্নারকে। আর এখন তো শিখর ধবনও নিজের সেরা বিধ্বংসী ছন্দে ফিরেছে। এই দু’জনের সামনে বোলাররা মাথা ঠান্ডা রাখতে পারবে কি না! বিশেষ করে পুণের বোলাররা।
আজ, মঙ্গলবারই কিন্তু পুণের মরণবাঁচন লড়াই।