বিডি মেট্রোনিউজ ডেস্ক॥ মাত্র ২১ বলে সেঞ্চুরি! অবিশ্বাস্য এ কাণ্ডটিই করে দেখিয়েছেন বছর তেইশের এক ক্যারিবিয়ান ব্যাটসম্যান। ইরাক থমাস নামের ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর এই ব্যাটসম্যান স্থানীয় এক টি২০ ম্যাচে এই বিশ্বরেকর্ড গড়েন। ২১ বলের মধ্যে ১৫টি ছক্কা আর ৫টি চার হাঁকান তিনি।
টোবাগো ক্রিকেট সংস্থার একটি টুর্নামেন্টে স্কারবার্গের হয়ে ম্যাচটি খেলতে নেমেছিলেন ইরাক। প্রতিপক্ষের দেওয়া ১৫২ রানের টার্গেট মাত্র ৮ ওভারেই তুলে নেয় ইরাক থমাসের দল। তিনি নিজে অপরাজিত থাকেন ৩১ বলে ১৩১ রান তুলে।
টি২০ ক্রিকেটে সবচেয়ে দ্রুত সেঞ্চুরির রেকর্ড রয়েছে ক্রিস গেইলের। আইপিএলে ৩০ বলে তিনি সেঞ্চুরি করেছিলেন। তারপর এই ইরাক থমাস। ‘আমি ভাবিনি এভাবে এত দ্রুত রান আসবে। আমি শুধু চালিয়ে খেলতে চেয়েছিলাম। একসময় দেখি আমি আমার টি২০ ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পেয়ে গেছি। এ এক দারুণ অনুভূতি।’
গত বছর কিয়েরন পোলার্ড স্কলারশিপ নিয়ে দুই মাসের জন্য ইংল্যান্ডে অনুশীলন করে এসেছেন এই ইরাক থমাস। ক্যারিবিয়ান মিডিয়ার দাবি, খুব শিগগিরই এই হার্ডহিটারকে আঞ্চলিক দলেও দেখা যাবে।