বিজয়ের কান্নায় বিগলিত বাফুফে (ভিডিও)

বিডি মেট্রোনিউজ কিংবদন্তি ফুটবলার কাজী মোহাম্মদ সালাউদ্দিন টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হয়েছেন। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে সালাউদ্দিন ৮৩ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী কামরুল আশরাফ খান পোটন পেয়েছেন ৫০ ভোট।

নির্বাচন কমিশন যখন ফল ঘোষণা করে, তখন নির্বাক হয়ে বসে ছিলেন সালাউদ্দিন। তাকে বিজয়ী ঘোষণা করার পর হর্ষধ্বনি আর উল্লাসে মেতে ওঠেন তার সমর্থকরা। কেউ কেউ জয় বাংলা স্লোগান দেন। সালাউদ্দিনকে জড়িয়ে ধরে অভিনন্দন জানাতে থাকেন। অভিনন্দনের তোড়ে সালাউদ্দিন একবার এদিক, আরেকবার ওদিক যাচ্ছিলেন।

এমন সময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী এসে সালাউদ্দিনকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন। তার কান্না দেখে নিজেকে আর সামলাতে পারেননি সভাপতি। তিনিও হাউমাউ করে কেঁদে ফেলেন।

সভাপতি ও সিনিয়র সহসভাপতির কান্না দেখে উপস্থিত অনেকেই কেঁদে ফেলেন। অনেককে চোখ মুছতে দেখা যায়। এমনকি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয়ও চোখ মুছতে থাকেন।

https://www.youtube.com/watch?v=wRUhVwIkZyk

Print Friendly, PDF & Email

Related Posts