বিডি মেট্রোনিউজ ডেস্ক ॥ আগামী জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় কোপা আমেরিকার শতবর্ষী আসরের জন্য ঘোষিত আর্জেন্টিনার প্রাথমিক দলে পরিচিত প্রায় সব মুখই ডাক পেয়েছেন। ডাক পেয়েছেন আর্জেন্টিনার ফুটবলের নতুন সেনসেশন পাওলো ডিবালাও। ফরোয়ার্ডদের মধ্যে লিওনেল মেসির পাশাপাশি আছেন গঞ্জালো হিগুয়াইন, সার্জিও আগুয়েরো, কার্লোস তেভেজ, এজেকিয়েল লাভেজ্জি।
কোপা আমেরিকার জন্য ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেন আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনো।
মিডফিল্ডে আছেন অ্যাঙ্গেল ডি মারিয়া, লুকাস বিগলিয়া, হাভিয়ের পাস্তোরে, এরিক লামেলা, হাভিয়ের মাশচেরানো। পাবলো জাবেলেতা, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস রোহো, মার্টিন ডেমিচেলিসের মতো পরিচিত মুখগুলো আছেন রক্ষণে।
গোলপোস্টের দায়িত্বে আছেন সার্জিও রোমেরো, নাহুয়েল গুজম্যান। তবে রিয়াল সোসিয়েদাদের গোলরক্ষক জেরেনিমো রুইকে দলে রাখেননি মার্টিনো। ইন্টার মিলানের স্ট্রাইকার মাউরো ইকার্দিও ডাক পাননি দলে।
টুর্নামেন্ট শুরুর আগে প্রাথমিক দল থেকে ২৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবেন আর্জেন্টিনা কোচ মার্টিনো। কোপার বিশেষ আসরে আর্জেন্টিনা খেলবে ‘ডি’ গ্রুপে চিলি, বলিভিয়া ও পানামার সঙ্গে।
কোপা আমেরিকার জন্য আর্জেন্টিনার প্রাথমিক দল:
গোলরক্ষক: সার্জিও রোমেরো, নাহুয়েল গুজম্যান, অগাস্টিন মার্চেসিন, মারিয়ানো আন্দুজার।
ডিফেন্ডার: পাবলো জাবালেতা, ফ্যাকুন্দো রনক্যাগলিয়া, গ্যাব্রিয়েল মার্কাদো, জনাথন ম্যাইদানা, নিকোলাস ওটামেন্ডি, এজেকিয়েল গ্যারে, ম্যাতিও মুসাসিও, র্যামিরো ফানেস মরি, মার্কোস রোহো, লিওনেল ভ্যানগিওনি, হাভিয়ের পিনোলা, এমানুয়েল ম্যাসে, মার্টিন ডেমিচেলিস।
মিডফিল্ডার: হাভিয়ের মাশচেরানো, ম্যাটিয়াস ক্রানেভিতার, অগাস্টো ফার্নান্দেজ, ইনজো পেরেজ, লুকাস বিগলিয়া, হাভিয়ের পাস্তোরে, এভার বানেগা, অ্যাঙ্গেল ডি মারিয়া, এরিক লামেলা।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, এজেকিয়েল লাভেজ্জি, নিকোলাস গাইতান, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়াইন, পাওলো ডিবালা, অ্যাঙ্গেল কোরেরা, ল্যাতারো অ্যাকস্তা ও কার্লোস তেভেজ।