আপনার আজকের রাশিফল ॥ ৪ মে

বিডি মেট্রোনিউজ ডেস্ক   আজ ১ মে ২০১৬ । জেনে নিন আপনার আজকের রাশিফল-

 

মেষ
ব্যবসার দিকে কোনও প্রকার শুভ যোগের জন্য নতুন কিছু ব্যবস্থা করতে পারেন। সমাজে কোনও প্রকার সুনাম বাড়তে পারে। বন্ধুর দ্বারা কোনও প্রকার অবহেলার পাত্র হতে হবে। প্রেমের দিকে ভাল সময়।
বৃষ
পেটের কোনও প্রকার কষ্টের জন্য কর্মে ব্যঘাত। রাস্তা ঘাটে ধিরে চলাফেরা করুন, আঘাত লাগার যোগ আছে। বিবাহ জীবনে চিন্তা বাড়তে পারে। ভাই বোনের সম্পতি নিয়ে অশান্তি।
মিথুন
চিকিত্সা সংক্রান্ত খরচ বাড়তে পারে। স্ত্রীর ব্যবহার দুঃখের কারণ হতে পারে। আগুন থেকে সাবধান। পাড়ার লোকের সঙ্গে বুঝে কথা বলুন, অশান্তি বাড়তে পারে।
কর্কট
সারাদিন কোনও কলহ নিয়ে কাটবে। সন্তান নিয়ে চিন্তা বাড়তে পারে। যাঁরা অংশীদারি ব্যবসা করেন, তাঁদের জন্য দিনটি ভাল। পদস্থ ব্যক্তির সঙ্গে পরিচয়ে উপকার।
সিংহ
কর্মে অলসতার জন্য ভাল কাজ হাতছাড়া হতে পারে। বাড়িতে সন্তানের জন্য আনন্দ বাড়তে পারে। কর্ম স্থানে সুনাম ও প্রতিপত্তি বাড়তে পারে। গুরুজন নিয়ে চিন্তা বাড়তে পারে।
কন্যা
যাঁরা পড়াশুনা করেন, তাঁদের জন্য শুভ খবর আসতে পারে। নিজের দম্ভের জন্য আত্মীয়ের সঙ্গে বিবাদ। বাড়িতে বার বার বিবাদের জন্য মনের অবসাদ বাড়তে পারে।
তুলা
কর্মে পদোন্নতির জন্য একটু চাপ বাড়তে পারে। ছোট কুটির শিল্প জাত ব্যবসার জন্য চিন্তা বাড়তে পারে। তবে আজ ভাল সঞ্চয় হতে পারে। পিতা মাতার শরীর নিয়ে চিন্তা।
বৃশ্চিক
পুরনো কোনও রোগ থেকে আজ একটু উপশম পেতে পারেন। প্রেমের ক্লেশ বাড়তে পারে। কর্মে স্থানে বদল হতে পারে। স্ত্রীর সঙ্গে অকারণে অশান্তি বাড়তে পারে সাবধান।
ধনু
মনের চঞ্চলতার জন্য চাকুরিতে উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমান। শরীরের কোনও রোগের জন্য খরচ বাড়তে পারে। বিদেশে যাঁরা থাকেন তাঁদের জন্য নতুন কোনও যোগাযোগ। বাড়িতে বহু অতিথি আগমন।
মকর
বাজে কাজে সময় নষ্টের সম্ভাবনা। কর্মে উন্নতির জন্য বাড়িতে আনন্দ বাড়বে। অতিরিক্ত উদারতার জন্য খারাপ কিছু ঘটতে পারে। সন্তানের ব্যাপারে বাড়ির লোকের চিন্তা।
কুম্ভ
লটারি কাটুন কিন্তু খুব বুঝে। ব্যবসায় সুনাম বাড়বে। চাকুরির স্থানে তর্ক-বিবাদ বাড়তে পারে। দরকারি কাজ বিকেলের দিকে করুন। স্ত্রীকে নিয়ে ভ্রমণে আলোচনা।
মীন
কোনও প্রকার ভাল আশা ভঙ্গ হতে পারে। আজকে প্রাপ্তি যোগ আছে। যাঁরা পড়াশুনা নিয়ে থাকেন তাঁদের সমস্যা বাড়তে পারে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে শতবার চিন্তা করুন। পিতা মাতার সঙ্গে আলোচনাতে সমস্যার সমাধান।
Print Friendly, PDF & Email

Related Posts